সুন্দর ছেলেরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও : জেবা
সম্প্রতি অভিনেত্রী জেবাকে নি’ষিদ্ধ করে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। মূলত অসহযোগিতা ও অসদাচরণের কারণেই তার ওপর এই নিষেধাজ্ঞা জারি করে সংগঠনটি। এর পর থেকে আরও বেশি আলোচনায় আসেন। জেবা জান্নাত হুট করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল নাম। নাটকের এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তিনি। খুব বেশি একটা অভিনয়ে নিয়মিত না হলেও সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
এক টিভি অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনা, ব্যক্তিগত জীবন ও অভিনয় নিয়ে পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠানে জেবা জান্নাত বলেন, কী কারণে আমার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটি ক্লিয়ার করে বলছি। আমাকে যখন ব্যানড করা হয়েছে তখন জানতামও না। আমার কাছে কোনও নোটিশ আসেনি। হুট করে ফেসবুকে আপলোড করেছে। এগুলো আমার কাছে বিব্র’তকর।
অভিনেত্রী আরও বলেন, অভিযোগ নিয়ে আমার কোনও ভাষ্য নেই। আমাকে ব্যানড করা হয়েছে, আমি নাটকে নিষিদ্ধ। এ নিয়ে কোনও মাথাব্যাথাও নেই। আমি শুধু আমার মতো অভিনয় করে যেতে চাই। ইতোমধ্যে শুটিং করেছি। নিষিদ্ধ করে কোনও লাভ নেই।’
এছাড়া আরও নানা প্রসঙ্গে কথা বলতে গিয়ে শুটিংয়ের এক ফাঁকে উপস্থাপক ইমতু রাতিশের সঙ্গে মজা ছলে প্রশ্নের উত্তরও দেন। এক প্রশ্নের উত্তরে জেবা বলেন, আমাকে সুন্দর সুন্দর ছেলেরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। পরক্ষণেই হেসে দেন।
No comments