SKY TECH SOLUTION

Hi ,It's SKY TECH SOLUTION OfficiaL WEB PAGE

প্রযুক্তি সমাধানে স্কাই-টেক সলিউশন

Bhindeshi tara full lyrics


Bhindeshi tara

আমার ভিনদেশি তারা
একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা
আমার চিলে কোঠার পাশে

ঠিক সন্ধ্যে নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্প বলো কাকে?

আমার রাতজাগা তারা (রাতজাগা তারা)
তোমার অন্য পাড়ায় বাড়ি (অন্য পাড়ায় বাড়ি)
আমায় ভয় পাওয়া চেহারা (ভয় পাওয়া চেহারা)
আমি আদতে আনাড়ি (আদতে আনাড়ি)

আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি
আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি

আমার চোখ বেঁধে দাও আলো
দাও শান্ত শীতল পাটি
তুমি মায়ের মতই ভালো
আমি একলাটি পথ হাঁটি
আমার বিচ্ছিরি একতারা (বিচ্ছিরি একতারা)
তুমি নাওনা কথা কানে (নাওনা কথা কানে)
তোমার কিসের এত তাড়া? (কিসের এত তাড়া?)
রাস্তা পার হবে সাবধানে (পার হবে সাবধানে)

তোমার গায় লাগেনা ধুলো
আমার দু'মুঠো চাল-চুলো
তোমার গায় লাগেনা ধুলো
আমার দু'মুঠো চাল-চুলো

রাখো শরীরে হাত যদি
আর জল মাখো দুই হাতে
Please ঘুম হয়ে যাও চোখে
আমার মন খারাপের রাতে

আমার রাতজাগা তারা
তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাইনা ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারী
আমার রাতজাগা তারা
তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাইনা ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারী
আমার রাতজাগা তারা
তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাইনা ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারী



copyright bay shahadat hossain shanto

No comments

Powered by Blogger.